নবীরা বিভিন্ন কথা বলে গিয়েছেন
তাঁদের বলা কথাগুলো জানা বুদ্ধিমানের কাজ
ইতিহাসের প্রথম থেকে এই পর্যন্ত লোকেরা ধর্ম নিয়ে অনেক যুদ্ধ করেছে। অতীতে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে এরকম যুদ্ধ হয়েছিল। কিন্তু এখন লোকেরা পৃিথবীর চারদিকে সহজেই ভ্রমণ এবং কাছের ও দূরের জাতিদের সাথে ব্যবসা-বাণিজ্য বা কাজ-কর্ম করতে পারে। এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের কাছাকাছি বাস করে। যেহেতু আমরা একে অন্যের আরো কাছাকাছি বসবাস করছি, তাই বড় বড় সংঘর্ষ ঘটার সম্ভাবনা থেকেই যায়।
আমাদের প্রতিবেশী লোক বা জাতিরা কি বিশ্বাস করে, কেন বিশ্বাস করে তা অবশ্যই আমাদের জানা দরকার। যদিও আমরা হয়ত কখনও তাদের সাথে একমত হতে পারব না, কিন্তু আমরা জ্ঞানপূর্বক ও দয়া সহকারে কথাবার্তা বলতে পারি। যেহেতু আমরা তাদের বিশ্বাস সম্বন্ধে বুঝি, তাই আমরা তাদের সাথে খোলামেলা ভাবে কথাবার্তা বলতে পারি এবং তারা একমত না হলেও তাদের সঙ্গে ভাল সম্পর্ক রক্ষা করতে পারি।
নবীদের বলা কথাগুলো নামক এই বইটি অন্য একটি কিতাব সম্বন্ধে বলে। ইতিহাসের প্রথম থেকে এই পর্যন্ত সেই কিতাবটি সবচেয়ে বেশী বিতরণ হয়েছে এবং এটি নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। আর সেই কিতাবটির নাম কিতাবুল মোকাদ্দাস। যদি আপনি কিতাবুল মোকাদ্দসের তৌরাত শরীফ, জবুর শরীফ ও নবীদের কিতাব সমূহ এবং ইঞ্জিল শরীফে লেখা কথাগুলো বুঝতে চান, তাহলে নবীদের বলা কথাগুলো নামক এই বইটি আপনারই জন্য।